কবিতা:-স্মৃতির পাতায়
✍️ মনোজ ভৌমিক


কত কি যে ভাবি আজ বসে একমনে,
স্মৃতির পাতায় চোখ রাখি নিরজনে।
কত না  মধুর ছিল সে শৈশব ক্ষণ!
একসাথে খেলাতাম দশ ভাই বোন!!
যৌথ পরিবার ছিল দাদুর শাসন,
সবে মিলে পড়তাম করে বিনোদন।
মা বাবা কাকা খুড়ীর মিলন মহান,
লুকিয়ে চলতো খেলা সময়ের গান।
সেখানে হৃদয় ছিল সবে একপ্রাণ,
সপ্তাহান্তে শুনতাম মান অভিমান।


দিগন্তে তাকিয়ে দেখি গোধূলির বেলা,
মুছে গেছে আজ সেই পুরাতন খেলা!
প্রেম প্রীতি ভালোবাসা সব হেলাফেলা,
স্বার্থমগ্ন সর্বজন বড় অবহেলা।
সম্পর্কের সূতো কাটে সময়ের লীলা,
আঁধারে ডুবছে মন জাগে কালবেলা।