কবিতা:-সব স্বভাবে অভাব থাকে না
                 মনোজ ভৌমিক


কালিদাসি মেঘ উড়ে গেছে যেন কবে!
হয়তো সেটা আষাঢ়-শ্রাবণ হবে!
আজ এখানে শরীর জ্বলা গুমোট,
দু'চোখে তোমার দেখি আবেশি শরৎ।


শরৎ শিশির ওচোখেতে মেখে নিও,
নবীন আলোতে নতুনেরে ডাক দিও।
আমি তো জানি,কোন সুরে বাঁশি বাজে?
কেন রাধা যায় যমুনার জলে সাঁঝে?


যমুনায় আজ জলের বড় অভাব,
তাইতো রাধার হারায় সে স্বভাব।
স্বভাব হারালে দোষ থাকে না কোনো,
সব স্বভাবে অভাব থাকে না জেনো।