কবিতাঃ- সভ্যতায় আপসোস
✍️ মনোজ ভৌমিক


প্রশ্ন এখন সবার মনে উত্তর নেই মুখে,
বলছে সবাই,সর্বনাশ! বাঁচছি কোন সুখে!!
সত্যি কথা বলতে আজ বিজ্ঞানের কিবা দোষ!
বিজ্ঞান তো হাতিয়ার শুধু, সভ্যতায় আপসোস।


ভাবনাটাকে একটুখানি পিছন ফিরে দেখি,
বিজ্ঞান ছাড়া মানব ছিল বিনা ঢাকের ঢাকি!
আকাশ জুড়ে খেলতো মেঘ বিজলী উঠতো জেগে,
ভাবতো সবে ঈশ্বর বুঝি উঠলো হঠাৎ রেগে!


ডানা মেলে উড়লে পাখি প্রশ্ন মনেতে শত,
চিতা বাঘের গতির কাছে ভাবনা সদাই হত!
পাথর ঘষে জ্বাললো আগুন জাগলো মনে বিজ্ঞান,
ধীরে ধীরে শিখলো মানুষ উড়োজাহাজের জ্ঞান।


সভ্যতায় গতি আনতে সৃষ্টি হলো রেল গাড়ি,
প্রস্তর থেকে লৌহ যুগে দিলাম আমরা পাড়ি।
সৌরজগতের গৃঢ় রহস্য উদ্ঘাটনেও ইনি,
হাওয়ার গতি,আলোর বেগ মাপতে গেলেও উনি।


দুরন্ত ঐ নদীর স্রোত থামলো হঠাৎ করে,
অন্ধ রাতের মন্দ আঁধার আলোয় দিলো ভরে।
বন্ধ্যা ভূমি ছুঁয়ে এলো সবুজের আলাপন,
পাহাড় ভেদী রাস্তা গড়লো যুগ হলো যন্ত্রায়ণ।


পায়রা ঠোঁটের বার্তাটাও ই-মেলে খুঁজলে পাবে,
টেলিগ্রাম পেরিয়ে এসেছি আই-ফোন হাতে সবে!
সমুদ্র বুকের রহস্যও অজানা নয়তো কারো,
চাঁদ আজকে হাতের মুঠোয় মঙ্গল কিসের হিরো!


যন্ত্রমানব সৃষ্টিও এই বিজ্ঞানের অবদান,
অজানা ঐ প্রশ্নগুলোয় গুগল দেব মহান।
ভূ-কম্পন, ঝড়বৃষ্টির পূর্বাভাস বলো কার?
প্রতিপদে রয়েছে বিজ্ঞান ঈশ্বর কণাও তার।


তীর,ধনুক,ঢাল,তলোয়ার,ভুললে যেন কবে!
মিশাইল ছোঁয়া হাইড্রোবোম বিষাণু ভরলো যবে।
সময়ের সাথে মানুষ আজ হারিয়েছে দিব্য জ্ঞান,
পরিবেশে বিষ ছড়িয়ে মানবিক জয়গান।


বিজ্ঞান তো অভিশাপ নয় আশীর্বাদ আছে ভরা,
আগ্রাসী এই সভ্যতা আজ হয়েছে জ্ঞান হারা।