কবিতা:- সহমর্মী
✍মনোজ ভৌমিক


বলছে টিয়া, ও কাকাতুয়া
আমরা খাঁচায় বন্দী,
এসব কিন্তু মানুষদের
বড়ই দুরভিসন্ধি।


স্বজন ছাড়া আমরা একা
কেমনে থাকি বলনা!
সদাই মোরা ওদের কাছে
হয়েছি বড় খেলনা।


মাস দু'য়ের লগডাউনে
বদ্ধ ছিল বন্ধ ঘরে,
বন্দীখাঁচায় কেমন ছিল
বলবে কেমন করে!


আজকে দেখো পিলপিলিয়ে
ছুটছে মনের মত,
টিয়া আর কাকাতুয়ার
ভাবনা ভেবেই হত।


খোকন সোনা ভাবলো বসে
ব্যালকনিটায় এসে,
দুইটি খাঁচা খুলে ওদের
উড়িয়েই দিলো শেষে।