কনিতা :- সজীবতার আহ্বান
           মনোজ ভৌমিক


উড়ে উড়ে যায় কালো কালো শত মেঘ,
ঐ আকাশ মাপে হাওয়ার গতিবেগ।
মেঘবালিকারা জন্মেই যায় মারা,
বৃষ্টি কথা তোমাতে আমাতে হারা।


মাটি কেঁদে মরে ফুটিফাটা বুক নিয়ে,
আকাশটা কেবল দেখেই ওকে চেয়ে।
ধোঁয়া ধোঁয়া রঙে আকাশ যায় যে ভরে,
ভাবনা ছোটে বৃষ্টিমেঘ মনে করে।


দূষণে দূষণে প্রদূষিত ঐ হাওয়া,
আকাশের কাছে বৃষ্টি বৃথাই চাওয়া।
তুমি আমি আজ একসাথে পথ চলি,
অবুঝ মনের বদ্ধ দুয়ারটা খুলি !!


সবুজে সবুজে ভরে দাও দেশটাকে,
আফ্রিকা যেন তোমায় তাকিয়ে দেখে।
আবার বৃষ্টি  আসবে পুরানো বেশে,
আমি ও তুমি বাঁচবো সজীব শ্বাসে।