কবিতা:- সকরুণ মিনতি
            মনোজ ভৌমিক


তোমার দোরে যেতে আমার ভীষণ ইচ্ছে করে,
কেমনকরে যাব হোথায় বদ্ধ দুয়ার ওরে!
সেদিন ছিলো আঁধার রাত আলোয় ভরা দ্বার,
আমি যে ছিলেম অনাহুত তুমি ছিলে সবার।
চুপটিকরে একটি কোনে ছিলেম যে আমি বসে,
শান্ত মনে অরূপ রূপ দেখেছি সে অবকাশে।
একটিবারো দেখোনি তুমি আমার পানেতে চেয়ে,
অঝোর ধারা গেলো যে ঝরে দুইটি নয়ন বেয়ে।
"মা"মা" বলে ডেকেছি যে কত শোনোনি একটিবার,
অছুত আমি গরীব অতি নেইতো কিছু দেবার।
বুঝি গো মা আজ সব বুঝি নেইতো কিছুই বাকী,
ধনদৌলত না থাকলে কি মা'র চোখো দেয় ফাঁকি?
ভাবের সঙ্গে ভাবনার আজ যে দেখি ফারাক,
হারায় যদি মা'র মমতা আজকে সেটা হারাক।
তবুও আমি ডাকবো এসে তোমায় করুণ সুরে,
এই অধমে দেখো গো মা একটু পিছন ফিরে।