কবিতাঃ-সোম যম মিথ্যে হোক
✍️ মনোজ ভৌমিক


কতগুলি ফোঁটা দিলি ওই ভায়েদের ভালে?
প্রতিবার দিলি কি ফোঁটা সেই মন্ত্র বলে বলে?
যমুনা যে ভাবনায় যমকে দিয়েছিল ফোঁটা,
ভাবনা সেটাই কী ছিল হৃদয়েতে ফোটা!


মৃত্যুঞ্জয়ী হয় যেন তোর সকল ভাই বীর,
কাঁটাতারে বন্ধ হোক লাল রঙের আবীর।
যমের দৌরাত্ম দেখি পৃথিবীর ঘরে ঘরে,
কাঁটা যেন পড়ে যমলোকে তোর মন্ত্রোচ্চারে।


মৃত্যুলোকে শুনি যেন শব শূন্য হাহাকার,
এ পৃথিবী হোক হাস্যময়ী সুন্দর সাকার।
ফোঁটা হোক মহীয়ান এই সময় অসুখে,
সোম যম মিথ্যে হোক আজ ফোঁটার নিরিখে।