কবিতা:- সময়ের চশমা
           মনোজ ভৌমিক


চশমাপরেই দেখছি এখন সবারে পরিষ্কার,
খুলে ফেললেই দেখতে যে পাই,ঝাপসা অন্ধকার।
মানুষগুলো সব হাঁটছে আজ যে যার মত সে তার,
এ চশমাতে কেন দেখি গো বলো গোলমেলে সব ব্যাপার?


আসল কথা দোষ তো নয় এই সাবেকি চশমাটার,
চোখ দুটি খুলেই দেখতে হবে সময়টা যে দেখার।
ঐ চেহারাগুলি যেমন দেখছো আজকে তুমি সবার,
আসলে কিন্তু সঠিক ও নয়,চোখ ধাঁধানো ব্যাপার।


বন্ধু কথায় ছলাকলা আজ পাখির মতন দেখি,
কখন যে কোন ডালে বসে ওরা,ভাবনায় চোখ ঢাকি।
সম্পর্কেও এখন যে দেখি বড়ই ব্যবচ্ছেদ,
যোগ গুণ আর দেখি না হেথায়,ভাগ বিয়োগের জেদ।


সব চেহারায় একই ভাব,পয়সা তোমার কোথা?
চশমাটা এখন খুলেই ফেলো,নচেৎ মনেতে ব্যথা।