কবিতা  :-সমন্বয়ের ডাকে
       মনোজ ভৌমিক


দেশে মড়ক এলেই জাগে মানবিক সমন্বয়,
হিংসা বিদ্বেষ আর ধর্ম বিভেদ দূরে সরে রয়।
সোচ্চার হয় জীবনের জয়গান,
মানবিকতা হয়ে ওঠে মহীয়ান।
আতঙ্কী ওই ভাইরাস তাই জাগুক মাঝে মাঝে,
বিভেদকারী মানুষের ডাক একাত্মতার সাজে।