কবিতা:-সময় কথা
        মনোজ ভৌমিক


সময় কিন্তু নিজেকে নিয়েই চলে,
ব্যস্ত সময়... এগোয় আপন বলে।
ফিরে দেখে না---কি পেলো..কি হারালো!
শুনতে চায় না পুরাতন কথাগুলো।


তুমি ও আমি ওই সময়েরই দাস,
সময়ের সাথে চলছি যে বিন্দাস।
বলছে কেউ,"সময় ভীষণ খারাপ"
কেউ বা বলে,"আমি সময়ের বাপ।"


সময়ই জানে সময়ের ছলাকলা,
তাইতো সময়কে যায় না কিছু বলা।
সুখের সময়টা ছোটোই মনে হয়,
দুখের সময় জাগায় মনেতে ভয়।


সময়ের কিছু যায়-আসে না তো কভূ ,
ঐ সময় যে নিজেই নিজের প্রভূ।
তাইতো সময় আপন রঙেই রাঙা,
সময়ের দাঁত যায় না কখনো ভাঙা।


সময়কে আজও ধরা ভীষণ দায়,
সময় হারানো বেলাতে শুধুই হায়!
সময়ের কথা সময়ই ভালো জানে,
না শুধিও ওরে সময়ের কিবা মানে।


সময়ের সাথে চলাই আজ শ্রেয়,
না হ'লে যে তোমায় হতেই হবে হেয়।