কবিতাঃ- সময়ের আর্তনাদ
✍️ মনোজ ভৌমিক


ঘুমন্ত নীলাকাশ গায়ে ঢাকে হিমেল চাদর,
ক্লান্ত সূর্য জেগে ওঠে রক্ত বমি করে!
মন রাঙা সবুজের চোখে জড়িয়ে আছে অশান্ত ঘুম,
হলুদ খামে লেখা হয় নবান্নের বে-হিসেবী কচড়া!


একলা গাছে জড়িয়ে ধরে উদাসী হেমন্ত,
দিগন্তে এক সাথে জেগে আছে উলঙ্গ সবুজ।
ওখানে মাটির বুকে চুমু খায় অভুক্ত যৌবন,
জন্ম নেবে যারা তারা হবে বেওয়ারিস প্রজনন!