কবিতাঃ-সময়ের আয়না
✍️ মনোজ ভৌমিক


সময় আয়নায় হঠাৎ করে যখনই দিয়েছি উঁকি,
প্রশ্ন করেছে গভীর আবেগে, কারে কারে দিলে ফাঁকি?
নীরবে নিভৃতে বসি একমনে ভাবছি উহার কথা,
স্মৃতির পাতায় আঁখি মেলিতেই জাগিছে বড়ই ব্যথা।


হৃৎ শৈশব ছিলো মনোরম কত কিছু ছিল খেলা,
ফাঁকি দিয়েছি উহাদের আজি মোবাইলে কাটে বেলা।
কৈশোর প্রাণে হতাশা এখন প্রত্যাশা রয় অধিক,
বিকিকিনি হয় জীবনের গতি সে আঠারো দেয় 'ধিক'।
স্বার্থান্বেষী এই যৌবন আজ আপনাতে মশগুল,
বলছে সময় আঙুল তুলিয়া একান্নবর্তী ছিল ভুল।


ফাঁকি দিয়ে গেছে সে আন্তরিকতা আপনে আপন নেই,
বৃদ্ধাশ্রমই আজ শেষ আশ্রয় মনে কারো ব্যথা নেই।
ফাঁকি পড়ে নাই সে রাজতন্ত্র  সময় এ কথা বলে,
তন্ত্র হীন এ গণতন্ত্র ডুবছে মিথ্যে কথার ছলে।


সময়ের চোখে ফাঁকি পড়েছে সতেজ শ্যামল রূপ,
মা মাটিতে আজ বন্ধ্যাত্ব প্রকট বদলেছে স্বরূপ।
আকাশের রঙ দিয়েছে ফাঁকি নেই তো শুদ্ধ হাওয়া,
বিশুদ্ধ জলে বিষ ছড়িয়েছে সভ্যতার শেষ চাওয়া।


স্বাধীনতা কথা উড়ছে আকাশে ধর্মান্ধ কালবেলা,
মিথ্যাচারে ভরেছে সময় ছল চাতুরীর খেলা।
ফাঁকি পড়ে গেছে মানব প্রেম হিংসায় উন্মত্ত ধরা,
"দেব আর নেব মিলাবে মিলিবো " ব্যর্থ এ পরম্পরা।