কবিতা:- সময় চিন্তন
কবি:- মনোজ ভৌমিক


আজকে কিন্তু দু'হাত ভরে পয়সা আসছে বেশ,
চলনা আজকে বদলে নিই একটুখানি ভেষ।
এই কথাতে আজকে ওরা নিচ্ছে বড়ই আবেশ,
বলছে তারা সেই জীবনে ছিলো যে বড়ই ক্লেশ।
মদের গ্লাসে একটু চুমুক ফেসবুকেতে চোখ,
বলছে কারে!আজকে আমার বন্ধু করার ঝোঁক।
এ বন্ধুটা ভাই সে বন্ধু নয় যেটা তুমি ভাবছো,
ডালভাতে মন ভরে না বিরিয়ানিতে চোখ রাখছো।
খাও না ভাই বিরিয়ানি, মানাটা কেই বা করলো!
'ফেলো কড়ি মাখো তেল' ইচ্ছে যখন মনে আসলো।
এই দেশটা ভাই সনাতনী একটু ভাবতে হয়,
ঘোমটা না হয় নাই বা দিলে,চরিত্রের কোরো না ক্ষয়।
"প্রজন্মটা"বলছি আমরা রসাতলে গেলো চলে,
তুমি বন্ধু করছোটা কি?দেখো জ্ঞানের চোখ খুলে।
পরপুরুষে বন্ধু ভাবনা তখন  হয় না মেকি,
যদি তাতে সম্পর্কের বুনিয়াদটা সঠিক দেখি।
তাই তো বলি ও মানুষ তুই একটু বুঝে চল,
নইলে পরেই প্রজন্মটাও যাবে যে রসাতল।