কবিতা:-সময়ের দিনলিপি
✍️ মনোজ ভৌমিক


গর্ভিণী রাত কেঁদে ওঠে অসহ্য প্রসব যন্ত্রনায়!
জন্ম নেয় অভুক্ত সকাল ঐ রিক্ত আঙিনায়!!
চারিদিকে বিষাক্ত ক্রন্দন করছে হায়! হায়!!
দিনলিপি কেমনে লিখবে কবি তার কবিতায়!


মনের জানালা খুলে উড়ে যায় শত ভাবনা পাখি!
উপোসী রোদ্দুর হৃদয় দুয়ারে করছে ডাকাডাকি!!
উদর চুল্লীতে জ্বলে পুড়ে ছাই হয়েছে ঝলসানো রুটি!
দু'চোখের তারায় কালো মেঘেরা খাচ্ছে লুটোপুটি!!


উদাসী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বিষন্ন শৈশব!
দেহভাঙা বিছানায় নিশ্চুপ আঠারোর কলরব!!
পরিশ্রান্ত যৌবন ছুঁয়ে চলে যায় উদ্ভ্রান্ত বসন্ত!
হিসেবের খাতায় শূন্য জোড়ে বিভ্রান্ত প্রৌঢ়ত্ব!!


ভয়ঙ্কর আঁধার ঘনায় নির্ধারিত সময়ের আগে!
আগ্রাসী সভ্যতা মুখোশ পরে জীবন ভিক্ষা মাগে!!
কুজ্ঝটিকাময় রাত উন্মুখ উদগ্রীব আগামীর প্রতীক্ষায়,
উঠবে কী নতুন সূর্য! সংশয়াতীত মন আজ দু'দ্বিধায়!!


দিনলিপির অভুক্ত লিপিগুলি কবিতার পাতায় বড় অসহায়!
একবুক যন্ত্রণা নিয়ে কেঁদে ফেরে সময়ের কাঠগড়ায়!!