কবিতা: সময়ের ফের
         মনোজ ভৌমিক


আজকাল " বিশ্বাস" শব্দটায় সংশয় জাগে!
বেশি আবেগী হলে, মনে প্রশ্ন ওঠে।
আবার আন্তরিক হলেই চরিত্রে দাগ কাটে!
এই দেখো,গোলাপ চারাটার সাথে নার্সারিতে হলো দেখা,
অনেক আবেগী ভাবনায় বাড়ীতে নিয়ে আসা।
টবের মধ্যে ওর বাঁচার রসদ দিয়ে বড় করা।
আজ ও হাসতে শিখেছে...নিজকে মেলে ধরেছে।
ওর সজীবতায় সবাই আকৃষ্ট হয়...আমার হিংসে হয়।
আমি ওকে সবার চোখের আড়াল করতে চাই।
ও আমার বারণ মানে না।
ওর দেহে এখন কয়েকটা গোলাপের কুঁড়ি ধরেছে।
হাওয়াতে মাথা দুলিয়ে ভ্রমরদের সঙ্গে কথা বলে,
আমি প্রতিবাদ করলেই, ও মুখ ফিরিয়ে নেয়।
আজ কুঁড়িগুলি ফুটে লাল টকটকে পরিপূর্ণ  গোলাপ!ও দারুণ খুশিতে মশগুল।
আমি ওর খুশিটা উপভোগ করতে চেয়েছি একা!!
আমার আন্তরিকতায় নাকি সন্দেহের ছাপ!
সেদিন ভীষণ ঝড় উঠেছিলো...আমি ওকে বাঁচাতে গেছিলাম।
আমায় কাঁটার আঁচড় দিলো...রক্ত ঝরলো।
মন ভরে গেলো।