কবিতা:- সময়ের গল্প
✍️ মনোজ ভৌমিক


এর আগেও মৃত্যু কি
আসেনি এ দেশে!
তোমারে আমারেও কি
ছোঁয়নি ও হেসে!!
কলেরা যক্ষা প্লেগ ফ্লু
ছিলো মহামারী,
মন্বন্তর ছুঁয়ে ছিলো
সময় নিহারী।
শতেক বছর পরে
পৃথিবীটা ভার,
তাই বুঝি নেমে আসে
বড় হাহাকার!
সে সময় আসেনি তো
আজ হেথা ফিরে,
তবুও দুর্ভিক্ষের ছায়া
দেখছি অচিরে!
হিংসা বিদ্বেষভাব
সর্বত্র এখন,
এ তো নয় মহামারী
আগ্রাসী মনন।
সময়ের ক্ষোভ বুকে
মরছে মানুষ,
জিঘাংসা প্রবৃত্তিতে
রঙের ফানুস।