কবিতাঃ- সময়ের ঝড় নয় এটা
✍️ মনোজ ভৌমিক


শিগগির ঝড় থেমে যাবে,
এ ঝড় তো শুরু হলো সবে।
বললে বলো কোন বিশ্বাসে!
বৃথায় কেন থাকা আশ্বাসে !!


এ ঝড় তো থামবে না আর,
পৃথিবীর ক্ষণ মরবার।
মরে গেলে সব শেষ জেনো,
মিথ্যে আশ বলো তবে কেন?


হিংসায় উন্মত্ত সসাগরা,
বেঁচে আছি নিয়ে শত জরা।
মুহুর্মুহু ঝড় আসে তাই,
ধ্বংসের বাজছে সানাই।


খোলা চোখে দেখো তুমি চেয়ে,
চারিদিকে মৃত্যু আছে ছেয়ে।
সুখ পাখি উড়ে গেছে কবে,
শান্তি আজ ঘুমোয় নীরবে।


চুপচাপ মুখগুঁজে থাকো,
বোবা কান্না বুকে চেপে রাখো।
সময়ের ঝড় নয় এটা,
শতাব্দীর ভগ্ন রূপকথা।