কবিতা:- সময়ের যন্ত্রণা
              মনোজ ভৌমিক


দুখের কথা বলি কারে ভাই, আজ দু:খ যে মানে না।
সে মানুষগুলো আজ ওদের মানুষ ভাবতে পারে না।
বলছে তারা,"কী ছিনু কাল,দেখো ভাই, কী হয়েছি আজ!
এখন আমরা মাথায় নিয়েছি পয়সা জড়ানো তাজ!"
পয়সা মশাই আজকে তোমায় করছি নমস্কার,
তোমার আবেশে দেখছি ওদের অনেক পরিস্কার।
স্ট্যাটাস আজ বদলে নিয়েছে,বদলে দিয়েছে সাজ।
বলছে এখন," পুরাতন ওরা,ডিসগাস্টিং আজ।"
বদলে নিয়েছে বন্ধুত্বটা,অসম লিঙ্গে রাজ।
কাজের ফাঁকে ম্যসেঞ্জারে বলে,"ভীষণ ট্রেসে কাজ!"
ভাবছে তারা, ম্যসেঞ্জারটাও সেফ নয় আজকাল।
এর চাইতে ওই কলিং রুটটা ভালোই ছিল কাল।
স্বামী -স্ত্রীতে প্রাইভেসিটা বাড়ছে দিনে দিনে,
বলছে ওরা,"স্বাধীনতা ভাই, রাখতে হয় যে চিনে।"
হায়রে মানুষ! রঙের ফানুশ! কি হলো রে দিনকাল!
ইন্টারনেট,পয়সা মশাই, বদলে দিলো হালচাল।