কবিতাঃ- সময়ের ক্যানভাসে
          মনোজ ভৌমিক


সময়ের ক্যানভাসে কত ছবি আঁকা হয়,
কিছু হয় প্রাণবন্ত আর কিছু অভিনয়।
ভাবনার রঙ মেখে ছবি হয় এখানেই,
কেউ দেখে খালি চোখে থাকে কিছু মননেই।


ছবিতে ভাবনা ফোটে অনুভূতি হৃদয়ের,
রঙ আর তুলি মিলে আঁকে ছবি সময়ের।
কিছু রঙ সং সাজে ভালোবাসার নেশাতে,
আর কিছু পড়ে থাকে নয় ছয়ের পেশাতে ।


রঙ হীন ক্যানভাস কেঁদে মরে যাতনায়
তুলিটা যে রঙে মিশে রঙ করে পাখনায় ,
জীবনের ক্যানভাসে ছবি আঁকি শয়ে শয়ে
তুলি বোঝে রঙ মাখা শুধু তার অভিনয়ে ।


পৃথিবীর বুকে আজ আমারই সেই তুলি,
শত রঙ মেখে মুখে ক্যানভাসে কোলাকুলি।
গোধূলির রঙটাকে ধরে রাখি ফুলভাসে
বাদ বাকি অভিনয় রয়ে যায় ক্যানভাসে ॥