কবিতা :- সময়ের খেলা
              মনোজ ভৌমিক


পৃথিবীর বুকে আমরা করি
          কত শত বিভাজন,
আকাশ,বাতাস,মেঘ, বৃষ্টি
    মানে না কোনো শাসন।


সময় আগুনে খেলছে হিংসা
               বিষম সবই খেলা,
মানবিকতা দায়ভার হেথা
             মনুষ্যত্বে অবহেলা।