কবিতাঃ- সময়ের মুখোশ
✍মনোজ ভৌমিক


মুখোশ আজ পরিয়েই দিলো সবার মুখে সময়,
তুমিও কি পারবে বলতে মুখোশধারী তুমি নয়!
মুখোশ তুমি পরে আছো ভার্চুয়াল এই জীবনে,
কার দিকে কে আঙুল তোলে মত্ত সবে এক রণে।
সত্যি কথা বলতে আজ মুখোশ না পরাই ভয় ,
মুখোশ না থাকলে মুখে থাকবে মৃত্যুর সংশয়।
নেতা মন্ত্রীর মুখোশ কিন্তু খুলেও যেন খোলে না,
আমজনতার মুখোশটা...চিনেও কেউ চেনে না।
মনের মাঝে ঐ আমিটা যখন দেখো আয়নাতে,
মুখোশ দিয়ে ঢাকো তাকে মিথ্যে সকল বায়নাতে।
রাজরাজারা মুখোশ পরে শুধুই থাকে ছলনা,
কাঁটাতারে রক্তঝরা...বন্ধ আজও তাই হলো না।
মুখোশ তুমি খুলতে গেলে পড়বে খুব লজ্জাতে,
ভালোবাসার মুখোশ দেখো ছদ্মবেশীর সজ্জাতে।
শোষক মুখোশ যায় না খোলা... হাজারো সঙ্ঘাতে তে।
সময় তাই মুখোশে ঢাকে সক্কলকে একসাথে!