কবিতাঃ- সময়ের পাখি
✍️ মনোজ ভৌমিক


পাখির মত উড়তে আজ
নেইতো কারুর মানা,
নাইবা রইলো ঐ শরীরে
ওদের মতন ডানা।


কেউবা উড়ে দিনে ও রাতে
হিল্লি দিল্লি আর বম্বে,
সোস্যালে ওড়ে মন পাখিটা
কেমন করে থামবে?


বাধা নিষেধের গন্ডি ছেড়ে
উড়ছে নানান পাখি,
পাল্লা দিয়ে উড়ছে অনেক
অপরের দেখাদেখি।


কেউবা দেখি আকাশের চিল
কেউ যে ময়না টিয়া,
কেউ হয়ে যায় ভোরের পাখি
মন ছোঁয়া কাকাতুয়া।


শরৎ আলো দু'চোখে মেখে
চলে যায় কেউ দূরে,
শীতের আমেজ বুকে নিয়ে
ঝাঁক বেঁধে আসে ফিরে।


নিশুতি রাতে প্রহর জাগে
সময়ের নিশাচর,
বসন্ত ছাড়া বসন্ত দূত
বাঁধছে গোপনে ঘর।


মানুষ ও পাখি একাকার
সময়ের আঙিনায়,
কেউ হয়ে যায় পরিযায়ী
কেউবা চিলেকোঠায়!