কবিতা:- সময়ের পরিবর্তনে
কবি:- মনোজ ভৌমিক


দু:খগুলো চিবিয়ে নিচ্ছি মনের অগোচরে,
কাকে যে কি কথা বলছি,বুঝি না ভালোকরে।


সময় বড্ড খারাপ তাই চশমাটা নিলাম পরে,
ঐ চশমাতে চেনা মুখগুলো দেখছি পরখ করে।


গুপচুপ সব চেহারাগুলো,লাগে বড়ই পরিষ্কার,
একটিং যখন দেখি রে ভাই, মনে হয় যেন জোকার।


"কি ছিনু আর কি যে হনু" সদাই এই ভাবনাটাই,
ঐশ্বর্য আর স্ট্যাটাসেতে সবারে করে যাচাই।


রঙ চকচকে চেহারাটা ভাই লাগে যে বড়ই মিষ্টি,
তার সঙ্গে পয়সাও আছে মনে বন্ধু প্রেমের সৃষ্টি।


আমি কিন্তু বলবো না ভাই এ সব কথা কারেও,
দু'দিন পরে বুঝবে সবাই অনুমান যারা করে।


বলছে তারা মুখ লুকিয়ে,"আমরা খরগোশ আছি যে রে,
সবাই বুঝলেও বুঝি না আমরা,থাকি গুপ্ত রূপ ধরে।"


যখন তখন পথ বদলায়,দেখে না ঘুরে ফিরে,
চেনা বন্ধু দেখলে পরেই মুখটি নেয় ঘুরিয়ে।


বলছে তারা সময়কালে বদলে যেতেই হয়,
নইলে পরে স্ট্যাটাসের ভাই বড়ই হয় ক্ষয়।


মানছি রে ভাই,অ-সমতে বন্ধুত্ব না হয়,
গদিতে গেলে,নেতার যেমন হারায় পরিচয়।