কবিতা:- সময়ের সাথে ফুরোয় যে সব খেল
                মনোজ ভৌমিক


শরীর কিন্তু বয়সের ভাষা বোঝে,
যতই লুকোও নিজেরে নানান সাজে।
শৈশব তো ওই কাদামাটিরই দলা,
কৈশোরেতে শত ভাবনার ছলাকলা।


তারুণ্যে জাগে সে ঘর ভাঙা সব পণ,
যৌবনে দেখি জীবনের জ্বালাতন।
বয়স শুধুই দেখে যায় সব খেলা,
ইশারাতে বলে সময় ফুরানো বেলা।


পঞ্চাশ পেরানো আবছা সময়টাতে,
বলে যায় সে নেই কেউ আজ সুখেতে।
আদঘুমো সব শরীরী আর্তনাদ,
বলছে বয়স,"এগিয়ে আসছে বিষাদ।"


শরীরের সাথে বয়েসের তালমেল,
সময়ের সাথে ফুরোয় যে সব খেল।