কবিতাঃ- সময়ের সোস্যাল কবি
✍️ মনোজ ভৌমিক


ময়দান ছুঁলে হয়ে যাবে তুমি কবি...
শব্দ যাই হোক মলাটে বাঁধানো ছবি!
ধান খেয়ে যায় সেই বর্গী উপকথা,
রঙিন ফাগুনে এ হৃদয় নক্সীকাঁথা!


ঐ যেমন খুশি তেমন সাজের খেলা,
কবিতার নামে ভাবনার কালবেলা!
শুধু সম্মাননার শীর্ষে থাকাই চাই,
ভাব ভাবনার না থাক কোনো বালাই!


স্মারকলিপিতে শত শব্দের গুণগান,
প্রশংসা ভূয়সী,বেশ বড় সম্মান।
কবিতা এখন নগ্নতাই ভালোবাসে!
তাই এ ফাগুন বে-হিসেবী উল্লাসে!!


রাঙানো ঠোঁটে কাজল চোখের তৃষা,
বইমেলা খোঁজে পুরানো বইয়ের ভাষা!
হাজার কবিতা লিখেও কাব্যহীন,
তবুও কবিতা ভালোবাসে প্রতিদিন!


নাইবা পড়ল পাঠক কিংবা তুমি,
ভাবনা ছুঁয়ে থাক সাহিত্যের শ্রীভূমি।
প্রাপ্তি ওখানে বইয়ের থেকেও বড়,
বইটাকে যদি বইয়ের মতই গড়।


পড়বে পাঠক দেখবে স্টলেতে ভিড়,
কেনাবেচা নিয়ে ধরবে না কারুর চিড়।