কবিতাঃ- সময়টা শিখিয়েই দিলো
            মনোজ ভৌমিক


তুমি আমি পজিটিভ হলে,
গালি দেয় পাড়ার সকলে।
ভুলে যায় আত্মীয় স্বজন!
করে না কেউ মুখোদর্শন।
দূরাভাষে শুধু যায় বলে,
বেঁচে ওঠ নিজ মনোবলে।
সময়ে তুই বুঝলি নাতো!
সাবধান করেছি যে শত।
শুনলি না কারো কোনো কথা,
অহেতুক দেয় মনে ব্যথা।
সময়েতে রেখো বিশ্বাস
নেতাদের ছিল যে আশ্বাস।
দুর্দিন হঠাৎ যদি আসে,
আমরাই থাকবো গো পাশে।
নটে গাছ মুড়িয়েছে কবে!
আষাঢ়ের গল্প বুঝি হবে!!
সেলিব্রেটি পজিটিভ হলে,
হায়! হায়! করে যে সকলে!
ভগবানে কাকুতি মিনতি,
সুস্থ যেন হয় শীঘ্র অতি।  
ডাক্তার বড়ই সাধারণ,
ছোঁয় না কারেও যে এখন!
বড় কথা আজ একটাই,
নিজেরেই বাঁচানো যে চাই।
পিঁপড়ের মত আজ মরো,
কেউ তো নয় গো জেনো কারো।
বেঁচে গেলেও মুক্তিটা নাই!
অচ্ছুৎ ভাবনা যে সদাই।
সময়টা শিখিয়েই দিলো,
"আমি"আমি" মন্ত্র আজ ভোলো।