কবিতাঃ- সমৃদ্ধ হোক সাহিত্য আঙিনা
✍️ মনোজ ভৌমিক


বিশাল বৃহৎ কায়া সাহিত্য অঙ্গন,
উন্মুক্ত দুয়ার যার নামটি "প্রাঙ্গণ"।
কোমল মৃত্তিকা যেথা ভাব জন্মভূমি,
কবির হৃদয় সেথা যায় না তো থামি।


ভাবের মিলন ক্ষেত্র ভাবনায় খেলা,
কাব্যহিতে কবিগণ ব্যস্ত সারা বেলা।
ভোর হতে মধ্য রাত খেলে ভাব লয়ে,
ভাবনা প্রদান করে কলমকে ছুঁয়ে।


সুমধুর কাব্যকলা সৃষ্ট অহরহ,
চেতনা জাগায় সদা নৃত্য গীত সহ।
কতশত নবারুণ জাগে নব রাগে,
দখিনা বাতাস হোথা সদা রয় জেগে।


নবাঙ্কুরে ভরে ওঠে বিশাল এ কায়া,
পল্লবিত কুসুমিত মহীরুহ ইহা।
দুঃখ দৈন্যতা ভুলি আসে সর্বজন,
সময়ের ইতিকথা করিছে বর্ণন।


আসন্ন একুশে আছে মহা সম্মেলন,
সাহিত্যের গুণগান গাবে গুণীজন।
একাকী সুদূরে বসে বিষন্ন রোদন,
সাহিত্যের দরবারে রহিবে এ মন।


মুখরিত উৎসবে নেই কারো মানা,
স্বার্থক সমৃদ্ধ হোক সাহিত্য আঙিনা।