কবিতা:- সময়ের ঝড় এলে
✍️ মনোজ ভৌমিক


সময়ের ঝড় এলে
সময়ই বুঝিয়ে দেয়
কে আপন,কে বা হয় পর!


বন্ধুর বন্ধুত্ব কথা
বুঝবে তখনি হোথা
নড়বড়ে হয় যদি ঘর!


স্বজন ও পরিজন
ভাববে আপদ এখন
পাবে তুমি নব পরিচয়।


ঝড়ের সময় তুমি
ঈশ্বরেই সঁপবে 'আমি'
মনেতে  রেখো না সংশয়।


ও ঝড় তো কেটে যাবে
সে সময়টা ফিরে পাবে
দেখে নিও সবাই আপন।


ভাবনা লুকিয়ে রাখো
সময়কে দেখেই শেখো
আর কিছু নাই প্রয়োজন।