কবিতাঃ- সময়ের রথ
✍মনোজ ভৌমিক


প্রতি আষাঢ়ে,সময়ের রথ জেগে ওঠে,
এবারেও জেগেছে রথ,শূন্য জনপথ।
পূণ্যলোভাতুরাদের ভগ্ন মনোরথ,
নিভৃতে আন্দোলিত হয় পুরানো শপথ।


বিকলাঙ্গ ঈশ্বরেরা আজ বড়ই একেলা,
মুক্তি ও মোক্ষ কামনায় নেই ধর্মান্ধ মানুষ।
নির্বাক ঈশ্বরেরা প্রতীক্ষিত নির্নিমেষ দৃষ্টিতে,
নীরব নিথর সভ্যতার যেন নেই কোনো হুঁশ।


অধর্মের হিংস্র রথ আজ যেন সর্বত্র প্রবাহমান
তাই বুঝি দেবতারা নিঃসঙ্গ,ব্যর্থ সময় ধাবমান।