কবিতা:- সময়ের ভাবনা
কলমেঃ- মনোজ ভৌমিক


মরে গেলে
কোনো ক্ষতি নাই,
সময়ের
বিস্ময় এটাই!
বেঁচে আছি
সময়ের ভুলে,
বন্দী আছি
খাঁচাতেই ঝুলে!
উড়ে গেলে
ব্যাধে মেরে দেবে,
নইলে তো
খিদেয় মরবে।
এর চেয়ে
দেড় গজ জমি,
সবচেয়ে
শান্তিরই ভূমি।
ডাকবে না
কেউ পরিযায়ী,
ধর্মটাও
হবে ধরাশায়ী।
চির সুখ
আজ ওখানেই,
হিংসার
যেথা দেখা নেই।
এ বাঁচায়
লাভ কি গো বলো?
আপন কি
কেউ আজ হলো!!