কবিতাঃ- সংবাদ প্রতিদিন
              মনোজ ভৌমিক


দিগন্ত রাঙিয়ে প্রতিদিন সূর্য ওঠে,
ভেঙে যায় নিস্তব্ধতা।
আলো ফোটে,
চারিদিক ওঠে জেগে।
জেগে ওঠে দেশ-জাতি-ধর্ম- অধর্ম,
সহিষ্ণুতা- অসহিষ্ণুতা,ঘৃণা-বিদ্বেষ,
ধর্ষণ- রাহাজানি আর ঠুনকো সমৃদ্ধির আড়ম্বরতা।
জেগে ওঠে একঘর মানবিক যন্ত্রণা!
সময় এগিয়ে চলে...
যন্ত্রণা ছটফট করে...
ধীরে ধীরে দিগন্তে সূর্য ঢলে পড়ে...
অন্ধকার নামে!
কবোষ্ণ পৃথিবী ঘুমোয়...
মানবিক চেতনা নীরবে কাঁদে।