কবিতাঃ- সৎ ভাবনা প্রকট হোক
            মনোজ ভৌমিক


ঐ বৃক্ষ হতে খসে পাতা,বিবর্ণ  হয়ে গেলে,
ব্যথা জাগে বৃক্ষ মনে অসময়ে নির্মূল হলে।
দোষ তো নয় বৃক্ষরাজের কর্তব্যে অবিচল,
সময়ের হীন ভাবনা যদি করতে থাকে ছল।


খসবে পাতা অসময়ে দেখবে মূঢ় কায়া,
বৃক্ষ তো দাঁড়িয়েই থাকে যুদ্ধ যদিও ছায়া।
আশঙ্কা আজ করছে ভীড় বড়ই সঙ্গোপনে,
কোন ডালিতে লাগবে মড়ক ঈশ্বরই তা জানে।


সময়ের সৎ ভাবনা আজকে প্রকট হোক,
বৃক্ষ হবে চিরসবুজ না যেন থাকে শোক ।