কবিতা :- সঠিক ভাবনায় থাক
           মনোজ ভৌমিক


মানবাধিকার আইন নিয়ে আজ প্রশ্ন তোলে কারা!
মনুষ্যত্বের সওদাগর কি !না ওদের ভাড়া করা!!
কালো কোট খুলে ফেলে তাকিয়ে দেখুক দেশের দিকে,
দোষীরা যখন কবুল দোষে তখন প্রশ্ন ভীষণ ফিকে!


আসল কথা ওটাতো নয় এ দেশের তন্ত্রটাই যে ফাঁকা!
সংবিধানের দোহাই দিয়ে বানায় আমাদের সবে বোকা।
এইকারণে আততায়ীরা আজও রাজার খাতির পায়,
বছর কয়েকের প্রহসনে নির্ভয়া কান্ডের হয় রায়।


ওদের জন্যই দোষীরা আজও  সাহস ভরে বুকে!
প্রফেশনের অজুহাতে পকেট ভরে আত্মসুখে।
মানবিকতার রুদ্ধ দরজা আজ একটু না হয় খোলো,
অগ্নিদগ্ধ মেয়েটার আর্তনাদ আজ শুনছো কি না বলো!!


মানবাধিকার আইনটা না হয় সঠিক ভাবনায় থাক, হায়দ্রাবাদী পুলিশভাই না হয় লক্ষকোটি সেলাম পাক॥