কবিতা:- সত্য ঘুমোয় না
কবি:- মনোজ ভৌমিক


মিথ্যেবাদীর আওয়াজ কিন্তু বড্ড সজোর হয়,
যেমন শব্দে কালবোশেখে ভীষণ বজ্রপাত হয়।
রঙ ঢং আর চলন বলন যেন সত্যের বাপ,
একটুখানি উঁসকে দিলেই হবেই খরিস সাপ।
দম্ভনিয়ে হাঁটতে থাকে বলবে,"আমায় দেখ,
সবার মধ্যে আমি একজন,এটাই আমার ন্যাক।"
সত্য বেচারা গুমরে গুমরে সদাই থাকে মরে,
সুযোগ পেলেই দেখিয়ে দেয় সঠিক প্রমান করে।
আজকে দেখি চারিদিকে মিথ্যেরই দবদবা,
তাইতো সত্য চুপটি করে ঘরে খাচ্ছে হাওয়া।
ও মিথ্যে, কতদিন আর চলবে এমন খেলা?
একদিন তো তোরও আসবে সময় কালবেলা।
তাইতো বলি,ও মিথ্যে তুই আজ একটুখানি ভাব,
নইলেপরে সময়ে সত্য করবে না তোরে মাফ।