কবিতাঃ- সভ্যতা হোক মহান
✍️ মনোজ ভৌমিক


ফলের রাজা সুগন্ধী আম
মনটা টানে আনারস জাম
কাঁঠাল লিচু আতা,


ভ্রমর অলির মাতাল গানে
প্রাণে খুশির জোয়ার আনে
ছন্দে ভরে খাতা।


সঙ্কট ভরা সময় দেখি
ফল বাজারে ফোলাই আঁখি
কিনবো কেমনে ফল!


আমের দাম বাজার ছাড়া
লিচু কাঁঠাল কিনুক ওরা
আতা জাম নিয়ে চল।


আবহাওয়া বদলে গেছে
ফলের ফলন কম হয়েছে
সময় সেধেছে বাদ,


কার্বইডে পাকানো ও ফল
সময় দেখি বড়ই বে-কল
ফলের নেই সে স্বাদ।


ভনভনায় না মাছিগুলো
সে সুগন্ধ কোথায় গেল!
কি হলো দিন কাল!!


উষ্ণায়ণের প্রভাব বড়
এ কেমন সভ্যতা গড়
ঋতু হয়েছে বে-হাল!


সময় বড্ড কঠিন আজ
অদিনে যেন ঘনায় সাঁঝ
প্রকৃতিও শ্রী হারা!


পশুপাখি আর গাছগাছালি
সবার চেহারা খালি খালি
বাড়ছে দিনের পারা!


মানুষ সহ সব প্রজাতি
উৎপাদনে ভীষণ ক্ষতি
বিলুপ্তিতে আগুয়ান,


মহাবিবর্তন আসছে বুঝি
সচেতনতা কোথায় খুঁজি!
সভ্যতা হোক মহান।