কবিতাঃ- স্পর্শ
✍️ মনোজ ভৌমিক


প্রতিটি ক্ষণ,প্রতিটি পল
হর্ষ জাগায় এ মনে,
তবুও ও মনে প্রশ্ন কেন
স্পর্শটা কোনখানে?


ব্যালকনিটা বুঝতে পারে
চেয়ার ছোঁয়ার ক্ষণ,
ক্লান্ত দু'ঠোঁট চায়ের কাপে
মুখ ঠেকায় যখন!


মন রাঙানো দিগন্ত ছুঁয়ে
নামলে আকুল সন্ধ্যা,
তোমার গায়ের গন্ধ শোঁকে
টবের রজনী গন্ধা!


চিলেকোঠাতে থমকে দাঁড়ায়
চুপিকথাদের ভীড়,
জ্যোৎস্না এলে জানালা ছুঁয়ে
তোমার সে তসবীর!


হয়ত তুমি ভাবছো বসে
শরীর ছোঁয়ায় পল,
বিছানা জুড়ে ফুলের শয্যা
আজকেও অবিকল।


স্পর্শ তোমার হৃদয় জুড়ে
করবে সেদিন খেলা,
দেখবে যেদিন দিগন্ত ছুঁয়ে
শেষ গোধূলির বেলা।