কবিতা:- স্তব্ধ হল তার কল্পনার ভাষা
কবি:- মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)


শরীরের শেষ রক্ত বিন্দু যদি ঝরে যায়!
তাহলে সেই প্রাণে,বেঁচে থাকে কি কোনো আশা?


জীবনের সমস্ত আলো যদি, নিমেষেই নিভে যায়!
তাহলে সেই দেহ-মুখে,ফুটে উঠবে কি কোনো ভাষা?


কল্পনার সমস্ত অনুভূতি গুলি আজ গুটিয়ে নিয়েছে ডানা।
ভুলে গেছে সে,জীবনের সুপ্রাচীন কথার জল্পনা।


আজ তার নির্বাক হৃদয়,বিস্মৃত হয়েছে নিজের পরিচয়।
ভাদ্রের ভীষণ যন্ত্রণা, শরতকে বলে দিল 'আর এসো না।'


নিষ্প্রাণ দেহটা আজ,সামুকের জড় খোলকের মধ্যে নিশ্চুপ।
এখন শুধু গভীর প্রতীক্ষা, ঝরে পড়ুক একরাশ স্বজল আকাশ তার চোখে খুব।



বি:দ্র:- আসরে এক বরিষ্ঠা এবং রবীন্দ্রভাবনা আবেশিত কবিবন্ধুর এক মাত্র ১৫ বছর বয়সের কণ্যা সন্তানের হঠাত প্রয়াণে,আসর ছেড়ে দিয়েছেন।সে আজ বাক্য হীনা সেই বন্ধুর শীঘ্র প্রকৃতিস্থ হওয়ার কামনা রাখি। কিছু জায়গায় চন্দ্র বিন্দু দেওয়া জায় নাই মোবাইলের কারণে।পি সি তে পরে দিয়ে ডেব।