কবিতা:- শুধু উৎসব হোক এখানে
                 মনোজ ভৌমিক


আবেশি ফুটপাত মরে যায়, মরে যায় জমানো রেলপথ।
হীন ভাবনার হাত ধরে,বেঁচে থাক আগুনি শপথ।
গণতন্ত্র বেঁচে থাক,বেঁচে থাক অপার জনগণ।
তুমি আমি দোষী হলেও,দোষী হয় সরকার এখন।
ভাবনা বুকে নিয়ে জাগে,ওই সব উল্লাসী জনাতা।
কতখানি বুঝলো বলো ওরা,ও জীবনের ব্যথাকথা?
জীবনের আর্তনাদ ওই জীবন কী আজকে বোঝে!
তাইকি ওরা আজ ভেজা চোখমুছে মৃতদের খোঁজে?
ট্রেনের পট্রি বেয়ে,বয়ে যায় রক্তের স্রোত।
হায়! হায়! করে সবে,জেগে ওঠে আজ উৎসবী শোক।
আগুনে আগুন দিলো,নিয়ে গেলো ও শতেক প্রাণ,
ফেরাতে পারবে কি ওই ভাবনাটা মৃতদের জান?
ভাবনার চাবুক মারো আজ ওদের পিঠেতে এখন,
ডিজিটাল যুগেও কেন চলে এই প্রহসন?
জেগে ওঠো মানুষ, জাগাও মানুষী চেতনা ওই মনে।
ভাবনা ভাবনাই থাক,শুধু উৎসব হোক এখানে।