কবিতা:- সুকান্ত ও স্বাধীনতা
              মনোজ ভৌমিক


জন্ম তারিখটা স্বাধীনতা দিবসের সঙ্গে মিললেও
এ স্বাধীনতা দেখার সৌভাগ্য হয়নি তার।
বিধাতা পুরুষ হয়তো তাই-ই চেয়েছিলেন!
ক্ষুব্ধ স্বদেশ ভূমিকে বৈপ্লবিক চেতনা জাগিয়ে ঘুমিয়ে গেলেন।


বিপুল জনস্রোতে উদ্দীপ্ত লেলিনী চেহারায়
মেহনতি মানুষের ঘুম ভাঙার গান গেয়েছিলেন শব্দ কবিতায়।
সে কবি কোন স্বাধীনতা দেখতে চেয়েছিলেন?
রুধিরাক্ত ধারায় ত্রিখন্ডিত,ধর্মান্ধ,জাত পাতের স্বাধীনতা?
না কুটিল ষড়যন্ত্রকারীদের মসনদ লিপ্সার অধিকারিতা?


পরাধীনতার শৃঙ্খল ভাঙার বৈপ্লবিক চেতনা জাগানিয়া কবি,
নিরন্ন মানুষের যন্ত্রণা বুকে নিয়ে
অবাক বিস্ময়ে ঘুমিয়ে গেছে কবিতার পাতাতে।
ও কবি জাগবে না আর।
কিন্তু জেগে ওঠার দরকার।
এখনো যে মানুষ স্বাধীনতার শৃঙ্খলে পরাধীন!
মালিক শ্রেণীর ঔদ্ধত্যায় শ্রমিক, ডগমগানো জীবনের অধীন।
গণতন্ত্রের গলা, সরকারী তন্ত্রের দাপটে রুদ্ধশ্বাস।
তুমি আমি আজও মিছিলে হেঁটে চলেছি....
বুঝিনা কখন হারিয়ে যাব সবসুদ্ধ।
স্বাধীনতা যদি হয় হোক সে কবির দৃষ্টিতে,
যা লেখা হবে শ্রমিক কৃষক আর মেহনতি মানুষের স্বার্থেতে।
সমতা ও সাম্যের প্রকৃতত্ব নিয়ে এগিয়ে আসুক গণতন্ত্র।
সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি পাবে সেই কবি,যা ছিলো তার মূল মন্ত্র।