কবিতা:- সুখ দু:খের সাথী(২৫০তম)
             মনোজ ভৌমিক


বলছে আকাশ হবেই সে স্বর্গ ছোঁয়া মাটি,
আমার মনে কমল তোর সদাই রবে খাঁটি।
এই কথা কখনোই বলবো না গলা ফেঁড়ে,
তুইও বুঝিস যখন আমি থাকি তোকে ছেড়ে।


ঘুমের দেশে যখন থাকি স্বপ্নে চোখ বুজে,
তোর ছবিটাই জেগে ওঠে ব্যস্ত ঘুমের মাঝে।
ভোরের আলো যখন এসে জানালায় দেয় উঁকি,
ঘুমভাঙা চোখে তোর মুখটাই প্রথম আমি দেখি।


বলি তোকে আদর দিয়ে মুচকি একটু  হেসে,
"ঘুমের পরী ছিল কি ঘুমিয়ে রাতেই তোর সাথে?"
গলা জড়িয়ে আবার সেই ভীষণ আদল দোলা,
মনে পড়ে ছোট্ট বেলার  আধভাঙা কথা বলা।


সুখের পায়রা যখন আসতো এই ছোট্ট ঘরে,
সারা ঘর উঠতো মেতে তোর মিষ্টি চিৎকারে।
দুখের দিনে যখন বসি মাথায় হাতটি রেখে,
কাছে এসে বলিস হেসে,"তাকাও আমার দিকে ।"


তোর চোখেতেই ভুলি আমি জীবনে ব্যথার কথা,
তুই ছাড়া আজ কেউ তো নেই সত্যিকারের সখা।