কবিতা:- সূর্যচ্ছটা
          মনোজ ভৌমিক


কুমারীর কান্না বুকে চেপে চলে সর্বগ্রাসী রোদ্দুর,
জেগে থাকে সদাই,ছড়ায় ভুবনে মন রাঙানো সুর।
ঘুটঘুটে কালো মেঘের আড়ে হাসে অট্টহাস্য হাসি,
ধরণীর বুকে জৈষ্ঠ্য দিনে ওর সাজটা সর্বনাশী।


বর্ষা আকাশে রঙধনু রঙ ছড়ায় দিগন্ত জুড়ে,
বেজে ওঠে হৃদয়বীণার সুর অতি মনোরম সুরে।
ধূপছায়াময় পাতা ঝরা দিনে মধুময় ওর হাসি,
অরুণ আলোর জোয়ারে ভাসানো মন  বড়ই উদাসী।


ঘুমোনো রাতের বুকে জাগায় চাঁদ জ্যোৎস্না মাখা আলো,
প্রেমের প্রদীপ জ্বালিয়ে মনে,বলে সবে,"তুমি ভালো।"
ফাল্গুনীরাতের মায়াবী আলো তারা মিটিমিটি খেলা,
প্রেমিক মনকে বোঝাও কেবলই আসবে না অবেলা।


জেগে ওঠো তুমি চৈত্রের দিনে নিয়ে মহাভৈরবী রূপ
অলক্ষ্যে যেন বলে যাও তুমি জ্বালবো দীপ-ধূপ ।