কবিতাঃ- স্বাধীনতা মানে
✍️ মনোজ ভৌমিক


স্বাধীনতা মানে ঐ লালকেল্লায় পতাকা হয় উড্ডীন,
স্বাধীনতা মানে  সারা দেশ জুড়ে একটি ছুটির দিন।

স্বাধীনতা মানে বন্দেমাতরম আর জয় হিন্দ ধ্বনি,
স্বাধীনতা মানে সুদিন দেখার সুমধুর শত বাণী।


স্বাধীনতা মানে অমরজ্যোতিতে প্রদীপ জ্বালার ক্ষণ,
স্বাধীনতা মানে আমজনতার হতাশাগ্রস্থ মন।


স্বাধীনতা মানে কৃষক শ্রমিকের ধেয়ে আসা দুর্দিন,
স্বাধীনতা মানে ঐ ধর্ষিতাদের রক্তে পোশাক রঙিন।


স্বাধীনতা মানে অবোধ শিশুর শ্রম লুকানোর দিন,
স্বাধীনতা মানে ওই বৃদ্ধাশ্রমে কান্না শোনা প্রতিদিন।


স্বাধীনতা মানে ধর্মান্ধতার লড়াইয়ের গুণগান,
স্বাধীনতা মানে শিক্ষিত যুবার হতাশা ভরা প্রাণ।


স্বাধীনতা মানে এ পঁচাত্তরেও ভাবনা এখনো ক্ষীণ,
স্বাধীনতা মানে জাতপাত আর সংরক্ষণে সঙ্গীন।


স্বাধীনতা মানে শহীদ স্মরণে ঋণ শোধ জপমালা,
স্বাধীনতা মানে ভাবনাকে মেরে গদি বাঁচানোর খেলা।