কবিতা:- স্বপ্নেরা চলে গেছে
কবি:- মনোজ ভৌমিক


আজ আর সেই নীল আকাশ ডাকে না আমাকে।
ধোঁয়াশামাখা হেমন্তের আকাশটা সঙ্গী হয়ে থাকে।
ঝাপসাপড়া,রং ধনু রঙ খুলে দেয় মনের অবুঝ দরজাটাকে।
জানি না কেন নদী বয়ে যায় সাগরের দিকে!
পূর্ণিমার পর কেন প্রখর অন্ধকারময় অমাবস্যা আসে?
বুঝি না কেন আকাশের বুকে বসে চাঁদ  এমন দুরুহ খেলা রচে?


সব কিছুই আজ কেমন ফ্যাকাসে হয়ে গেছে।
সেই তালপুকুর-বাগানবাড়ি-খোলা ময়দান, সবই পড়ে আছে।
শুধু গ্রামের মাঝে খোলা হাটটা,মনে হয় ভেঙে গেছে।
আগোছালো লতাপাতা,মাটির ঢেলার 'পরে মুখ থুবড়ে পড়ে আছে।
তারি মাঝে আমি যেন আনমনে খুঁজে চলেছি কিছু
অস্পষ্ট তারাদের সাথে রোজকার বোঝাপড়া হয় কিছু কিছু।
ভোরের পাখীরা চলে যায় বলে যায়,"নাই-নাই,নাই আর কিছু।"


তবুও জীবন আজ বুড়ো সরীসৃপের মতন হেঁটে চলে।
কখনো থমকে দাঁড়ায়,কখনো শঙ্কাতে লুকিয়ে পড়ে।
ঝাপপড়া চশমাটার একটা কাঁচ আজ ভেঙে গেছে।
বকুলের শাখায় দেখা রূপালী স্বপ্নেরা চলে গেছে।