কবিতাঃ-স্বার্থ সমালোচনা হোক হত
✍️ মনোজ ভৌমিক


সমালোচনা করা তারই ভালো সাজে,
যে সমালোচনার ঊর্ধ্বে সকল কাজে।
চালুনি আজকাল সূচের বিচার করে!
সমাজনীতি তাই তো দেখি মিথ্যাচারেই ভরে।


সকল কাজেই প্রযেজ্য সমালোচনা,
উৎকর্ষতার যেন হয় না অবমাননা।
সমালোচনার কাঠামো যদি শুদ্ধ হয়,
মনের মাঝে থাকে না কোনো সংশয়।


বিপথগামী সমালোচনায় ডিপ্রেশন বেশী,
ওইখানেতে মানবিক ভাবনার নিজ গলায় ফাঁসি।
সবাই আমরা রঙ্গমঞ্চের কলাকুশলী শিল্পী,
অভিনয়ের পারদর্শীতায় বাড়াই নিজের জুলপি।


দর্শক তো কেউ নেই হেথা, সবাই সমালোচক,
পর্দা যখন সরিয়ে দেবে দেখবে কাহিনী রোচক।
কপট খেলা খেলছে দেখো অদৃশ্য কুশীলব!
ঘরের মধ্যে ঘর তো নেই সমালোচনার শব!!


ভাবনা ছিল বিশ্বমাঝে দেশটা হবে মহান,
সময় দেখি শোনাচ্ছে আজ স্বৈরাচারের গান।
চারিদিকে আজকে দেখি মিথ্যাচারের খেলা!
কাদা ছোঁড়াছুঁড়ি খেলা খেলছে নেতা মন্ত্রী দুই বেলা!!


মানবতার বুলি উড়ায় দেখি রাষ্ট্রনায়ক কত!
আদিম,হিংস্র,কপট খেলায় গোপনে রয়েছে রত!!
গণচেতনার অভ্যুত্থান হওয়া আজ বড়ই মুশকিল,
গণতন্ত্রের পাট পচিয়ে গড়ে কু-সমালোচনার জুটমিল!


সমালোচকের লোচন দুটির দৃষ্টি হোক আজ জাগ্রত,
মানুষের মধ্যে হুঁশ ফিরুক স্বার্থ সমালোচনা হোক হত।