কবিতাঃ- স্বাস্থ্য
✍️ মনোজ ভৌমিক


আজ স্বাস্থ্য নিয়ে হৈ চৈ বড়, ফেলছে সবাই দীর্ঘশ্বাস!
কেউবা ছোটে জীম সেন্টারে, কেউবা করে উপহাস!!


ভাবনা আগুনে পুড়ছি সবাই,হচ্ছি বড়ই কেয়ার ফুল!
দেখলে পরেই পায় যে হাসি ভাবনা যেন এপ্রিল ফুল!!


সাত সকালে ভাবতে থাকি, মুক্ত বাতাস কোথায় পাই?
পার্কে গিয়ে করছি হা হা হা! ঐ যন্ত্র গুলোয় পা পেটাই!!


মন্ত্র আওড়াই প্রাণায়মে,সাধু সাজার থাকেই রেশ!
আঁধার ঘরে মেডিটেশনে শুনছি নাকি কাটছে ট্রেস!!


সময়গুণে আজকে দেখি ভাবনা গুলোর আজব বেশ!
ওরাই কিন্তু সুস্থ সবল কাজের মধ্যে মেটায় ক্লেশ!!


প্রযুক্তি আর উন্নয়নের আমরা  ভালোই সভ্য ঢাকি,
কাঠিগুলো নাড়তে গিয়েই হঠাৎ হঠাৎ বৈদ্য ডাকি!


হাত পা নাড়ার সময় গেছে টিপলে আঙুল কেল্লা ফতে!
অনলাইনে খাওয়ার আসে বিষ খাচ্ছি দিনে ও রাতে!!


থাকনা চোখ আইফোনেতে ম্যাসেজ গুলো দারুণ খাসা,
টুকুর টাকুর সবুজ আলো মিটছে ভালোই মনের আশা।


প্রজন্মদের দেখলে পরেই আঁতকে ওঠে শরীর ও মন!
চশমা চোখে নাদুসনুদুস, বুড়োটে ভাব দেখি এখন!!


সময় আজ হারিয়ে গেছে দিন বদলের "চাই" খেলায়!
কেমন করে বোঝাই কারে সুস্বাস্থ্য বড় অবহেলায়!!


রাষ্ট্রগুলোও খেলছে খেলা সভ্য নামের বারুদ-বিষে!
মানবতাকে ঝুলতে দেখি শিশির সম ধানের শীষে!!


স্বাস্থ্য নীতির বিভেদ নিয়ে বিতর্ক সদাই "হু" মহলে,
নীতি নিয়ম ওদেরি চলে যাদের পাশাটা কথা বলে!


প্রাচ্য বিধান স্মরণ করো,ঋষি বাক্যের আমল হোক,
ডন বৈঠক,যোগ ব্যায়ামে, মিটবে দেহের সকল রোগ।


নিয়ম কানুনে বাঁধলে শরীর স্বাস্থ্য হবে বলবৎ,
আত্মতুষ্টি চাই যে ভীষণ নইলে দেহ হবে না সৎ।


বিশ্ব জুড়ে উঠুক রব,বিষাণু বারুদ তফাৎ যাক,
অবুঝ পৃথিবী সবুজ হোক,সুস্থ সবল সবাই থাক।