কবিতা:- তারা ওরা আজ এক
✍️ মনোজ ভৌমিক


আকাশটা নীল নয়
রয়েছে ধোঁয়া জড়িয়ে,
পরিযায়ী পাখিগুলি
গেল কোথায় হারিয়ে!


শীত ও অ-শীত নিয়ে
চলছে সময় কাল,
এখন দুয়ারে দেখি
বসন্তের গোলমাল।


শুনছি বাতাসে নাকি
ছড়িয়েছে সেই বিষ!
বার্ড-ফ্লু নাম যার
দিয়েছে আবার শিস!


পরিযায়ীর জীবনে
কেন এত ব্যথা বলো!
মরছে সদাই ওরা
স্বাধীনতা কোথা পেলো!!


উড়তে পারে না আর
হারালো সকল সুখ,
তারা ওরা আজ এক
শুধুই নামের দুখ।


খাঁচা আর বে-খাঁচায়
দেখে অনাহার,মৃত্যু,
আকাশ ও মাটি জল
আজ কেন হলো শত্রু?