কবিতা:- তর্জনী কার জন্য
            মনোজ ভৌমিক


নিজের মানুষকে আপনাতে আজ ভীষণ ভয় করে,
আনলো নাতো বাইরে থেকে ঐ ভাইরাসটা দেহে ভরে!
সময়ের দুর্ভাবনাটাকে এই সময়ই ভালো বোঝে,
নিজের মধ্যেই নিজত্বকে এখন প্রশ্ন দিয়েই খোঁজে।


বিভেদকারী এ নীতি হেথায় গড়লো বলো কারা!
আধিপত্যের হীন লালসায় মত্ত হয়েছ যারা।
এই পৃথিবীর সৌন্দর্য্যকে হত্যা করছে যে সদা,
আগ্নেয়াস্ত্রে ভান্ডার গড়েও নিজেরে দেয়নি বাধা।


রাসায়নিক বোম লুকিয়ে রেখে জীবাণুতে লেখাজোকা,
আদিম হিংস্র মানবতার ওরাই  হয়েছে আজ সখা!
জানে নাকি ওরা বাঁচার জন্য স্বল্প শান্তির প্রয়োজন!
জেনেও কেন করছে ওরা ধ্বংস যজ্ঞের আয়োজন!!


বিশ্ব মানবতার কাছে আজ উঠেছে গম্ভীর প্রশ্ন,
সব দেশ যেন নীরব দর্শক,তর্জনী কার জন্য!
তাইতো আজকে আপন হতে হচ্ছে আপন হারা,
ভাবনার মুখে মাখিয়ে কালি কলঙ্কিত সসাগরা।