কবিতা:- তারপর কে জানে কখন
                 মনোজ ভৌমিক


দূরভাষে রাখো যোগাযোগ, অনলাইন ব্রাত্য হোক।
ওখানেতে বড় দেখি যোগ,তাই মনে জাগে বড় শোক।
শোক করে হবেটা বা কি?দু'দিনেতে সব যাবে ফাঁকি।
যত পারো তত বলো কথা,জীবনের শত দু:খ ব্যথা।
ব্যথা চেপে বাড়ে মনরোগ,সব কথা খোলাখুলি হোক।
পুরানোকে ফেলে দাও দূরে,নতুনকে ডাকো নব সুরে।
সুরে আছে বড়  জাদুকলা,যারে কভু যায়না কো ভোলা।
ভুলে গেলে ক্ষতি কি বা তায়,সময় যে ফুরিয়েই যায়!
সময়কে বেঁধে রাখা দায়,ও মন মনেরে হারায়।
রাত যদি হয়ে যায় ভোর,সূর্যককে দিও না খবর।
খবরেতে কি বা আসে যায়, খবর তো দু'দিনে ঘুমায়।
ঘুমোয় না বেহিসাবি প্রেম,ও মনে অতৃপ্ত হেম।
প্রেমাগ্নিতে জ্বলে যায় মন,ও মনেতে বড় জ্বালাতন।
একবারই সাধেরই জীবন,তারপর কে জানে কখন?