কবিতা:-তবুও তোমায় বলতে হবে
কলমেঃ- মনোজ ভৌমিক


কোন স্বাধীনতা বলো তুমি আজ আমরা পেয়েছি!
নিয়মের গন্ডিতে কেন নিজেরেই বেঁধে রেখেছি!!
পাখির মতো উড়তে গেলেই মন যে করে মানা!
এখন হেথায় জীবন মৃত্যু ক্ষণেকে হয় গোনা!!
এটা তো নয় সময়ের দোষ! ঘৃণ্য পরিকল্পনা!!
আগ্রাসী এই মানসিকতা কারোর নয় অজানা।
স্বাধীনতা পেয়েছো কবে বোঝাও না গো একবার!
সামন্ততান্ত্রিক সমাজ তোমায় করেনি কি ছারখার!!
মোগল ব্রিটিশ মিলে তোমায় শোষণ তো করেছে,
স্বাধীনতার চুয়াত্তরে ভাবনা কি তোমার বেচেঁছে!
গদির নেশায় লড়ছে নেতা পিষছি মোরা মাঝখানে,
নিজের দেশেই পয়িযায়ী আখ্যাটা পেলাম এইখানে।
তন্ত্র কথার মন্ত্রপাঠে নাচছে ওরা একসাথে,
বলতে পারো স্বাধীনতা রয়েছে তোমার কোন খাতে!
ওরা সবাই ভালো থাকুক বাড়তে থাকুক বেকারী,
শিক্ষিতরা না হয় দেশে  করবে এখন হকারী।
তোমার আমার কি আসে যায় দেশ যদি হয় বিক্রি!
গোলামী তো করতেই হবে তৈরি হও শিগগিরই।
মনুষ্যত্ব খর্ব হলেও ধর্ম যুদ্ধেই হচ্ছি শেষ,
তবুও তোমায় বলতে হবে সাতচল্লিশের স্বাধীন দেশ।