কবিতা:- তেইশ জোড়া বসন্তে
কবি:- মনোজ ভৌমিক


শীতের আবেশ মনে নিয়ে
বসন্ত রঙ মেখে,
কৈশোরটি পা দিল যেই
যৌবন দুয়ারেতে
বলে কোয়েল মধুর স্বরে
ঐ যে মনের মিতা।
দক্ষিণ হাওয়া আসছে ধেয়ে
সামলাবে বলো কে তা?
একটি গোলাপ দিলে তুমি
রাঙিয়ে নিয়ে মন,
তেইশটা চুমু শোধ নিলে গো
আজকে যে এখন।
ঠোঁটের 'পরে লালিটা তো
এখনো সেই আছে,
চোখের সেই ছল চাতুরী
একটু বদলে গেছে।
দেহের গড়ন এখনো সেই
আগের মতই আছে,
আমিই শুধু বদলে গেছি
মাঘ বদলে ফাগে।
চুমুগুলোকে আদর দিয়ে
গুছিয়ে রেখো তুমি,
ওর চাইতে বড় উপহার
হবে না বেশী দামি।
আজকে দেখো সাঁঝবেলাতে
ওখানে তারার মেলা,
চাঁদ হাসছে মন আকাশে
হৃদয়ে প্রেমের দোলা।
এখন অনেক স্মৃতিকথা
পড়ছে আমার মনে,
দু:খ সুখের ভেলায় চড়ে
ভাসছি আজ দুজনে।
এমনি করে এগিয়ে চলুক
আগামী পথ চলা,
মিনতি  তারে কাতর স্বরে
আজকে এই বেলা।


বিঃ দ্রঃ আজ আমাদের ২৩ তম বিবাহ বার্ষিকী।প্রিয় পত্নীকে দিলাম কবিতা উপহার।